ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ, গ্রেফতার ৫

কক্সবাজার: কক্সবাজারে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দু’জন মামলার এজাহারভুক্ত আসামি, বাকিরা তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান।

তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে ধর্ষণকাণ্ডের মূল হোতা আশিক এখনও ধরা পড়েননি।

গত বুধবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে স্বামী-সন্তানসহ বেড়াতে যান ওই নারী। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। এ সময় আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে তিনজন।

এরপর তাকে নেওয়া হয় কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা ওই নারীকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে র‌্যাব এসে ওই নারীকে উদ্ধার করে।

প্রথমে ঘটনার এ ধরনের বর্ণনা দিলেও পরে অবশ্য আদালতের জবানবন্দিতে ওই নারী তিন মাস ধরে কক্সবাজারে অবস্থান করছেন বলে উল্লেখ করেন। ছেলের চিকিৎসার জন্য টাকা যোগাড় করতে তারা কক্সবাজারে আছেন বলে জানান।

আরও পড়ুন:
কক্সবাজারে নারী পর্যটক ধর্ষণ: পূর্ব পরিচিত ছিলেন তারা
নারী পর্যটক ধর্ষণের ঘটনা চাঁদা দাবির জের ধরে

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।