ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আতাইকুলায় ট্রাকচাপায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, জানুয়ারি ৯, ২০২২
আতাইকুলায় ট্রাকচাপায় নিহত ২

পাবনা: পাবনার আতাইকুলা উপজেলার পুটিগারা এলাকায় ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন।  

রোববার (০৯ জানুয়ারি) সকালের দিকে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতরা হলেন- রবিউল ইসলাম (৬০) ও মোমিন মিয়া (৫০)। এরা দু’জনই পুটিগারা এলাকার বাসিন্দা।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, সকালে প্যাডেল চালিত একটি ভ্যানে করে ধান নিয়ে পাশের একটি রাইস মিলে ভাঙাতে যাচ্ছিলেন রবিউল ও মোমিন। পথে পুটিগারা এলাকায় তাদের ভ্যানটি ভেঙে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক ভ্যানটি চাপা দিয়ে উল্টো যায়। এতে রবিউল ও মোমিনের মধ্যে একজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরত্ব আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।  

ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ