ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ছাগল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
মেহেরপুরে ছাগল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী হরিরামপুর গ্রামের একটি মাঠ থেকে তাফাজ্জেল হোসেন (৪৫) নামে এক ছাগল ব্যবসায়ীর গলাকাটা ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে হরিরামপুর গ্রামের মাঠের একটি ক্ষেতের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাফাজ্জেল হোসেন হরিরামপুর গ্রামের খোদা বকসের ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, তাফাজ্জেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া তার দাঁতও ভেঙে দিয়েছে তারা।

নিহতের ছোট ভাই তোজাম্মেল হোসেন জানান, তাফাজ্জেল হোসেন ছাগল ব্যবসায়ী ও চাষাবাদ করতেন। কয়েকদিন আগে চারটি গরু ও কয়েকটি ছাগল বিক্রি করেন তিনি। পকেটেই সেসব টাকা ছিল। গতরাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সারারাত তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। আজ বেলা ১১টার দিকে কৃষকরা স্থানীয় মাঠে তার গলাকাটা মরদেহ দেখে বাড়িতে খবর দেন।
 
ওসি শাহ দারা খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্যকিছু এখনই বলা সম্ভব হচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।