রাজশাহী: রাজশাহীর বাগমারা থেকে রফিকুল ইসলাম (৬৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামে তার বাড়ি।
সোমবার (১০ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
নিজেকে ‘অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পরিচয় দিতেন রফিকুল। অথচ এই নামে বাগমারা উপজেলায় কোনো বিশ্ববিদ্যালয়ই নেই।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, ভুয়া চ্যান্সেলর পরিচয় দিয়ে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
তিনি আরও বলেন, এছাড়াও রফিকুল বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগ পেয়ে রোববার (৯ জানুয়ারি) বিকেলে বাগমারার ভবানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে কিছু জাল কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে বাগমারা থানায় প্রতারণার মামলা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসএস/এমএমজেড