ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয় না থাকলেও চ্যান্সেলর তিনি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বিশ্ববিদ্যালয় না থাকলেও চ্যান্সেলর তিনি! রফিকুল ইসলাম

রাজশাহী: রাজশাহীর বাগমারা থেকে রফিকুল ইসলাম (৬৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামে তার বাড়ি।

সোমবার (১০ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

নিজেকে ‘অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পরিচয় দিতেন রফিকুল। অথচ এই নামে বাগমারা উপজেলায় কোনো বিশ্ববিদ্যালয়ই নেই।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, ভুয়া চ্যান্সেলর পরিচয় দিয়ে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

তিনি আরও বলেন, এছাড়াও রফিকুল বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগ পেয়ে রোববার (৯ জানুয়ারি) বিকেলে বাগমারার ভবানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে কিছু জাল কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে বাগমারা থানায় প্রতারণার মামলা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।