ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

থানচিতে বৃদ্ধার ঘরে মিলল ২০০ গ্রাম আফিম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, জানুয়ারি ১০, ২০২২
থানচিতে বৃদ্ধার ঘরে মিলল ২০০ গ্রাম আফিম 

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় নিষিদ্ধ মাদক আফিম উদ্ধার করেছে পুলিশ। এসময় খিহই খুমী (৭৮) নামে এক বৃদ্ধাকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানচি সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় খিহই খুমীর ঘরে পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম নিষিদ্ধ আফিম পাওয়ায় তাকে আটক করা হয়।  

তিনি বলিপাড়া ইউনিয়নের মৃত কাইলো খুমীর স্ত্রী। ওই বৃদ্ধা বিজ্ঞানি মংসানু মারমা পাড়ায় কুঅং খুমীর বাড়ির ভাড়াটিয়া।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের চোরাকারবারিরা থানচি উপজেলায় পর্যটক সেজে ডুকে পড়েছেন। তাদের ধরতে না পারলে এ উপজেলার আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।

তিনি আরো বলেন, মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬ (১) ৬ (খ) ধারা মোতাবেক ওই বৃদ্ধার নামে থানচি থানায় একটি মামলা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।