ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার মধ্যে শাবিপ্রবির উপাচার্য স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরণ অনশন শুরু হবে। একই সাথে প্রক্টর ড. আলমগীর কবীর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ পদত্যাগ করতে হবে। এছাড়া অজ্ঞাতনামা ৩০০জন শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে।

এদিকে সকাল থেকে বিকেল পর্যন্ত এক দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে ২ হাজারের অধিক শিক্ষার্থীর স্বাক্ষর সংবলিত চিঠি রাষ্ট্রপতি বরাবর প্রেরণ করেছেন বলে জানান আন্দোলকারীরা।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।