ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী প্রতারণার দায়ে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী প্রতারণার দায়ে গ্রেফতার ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী প্রতারণার দায়ে গ্রেফতার।

গাইবান্ধা: সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ষষ্ঠ ধাপের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য প্রার্থী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, গোবিন্দগঞ্জ উপজেলার নজরুল ইসলাম নামে এক প্রবাসীর মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয়ে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাগর বলে পরিচয় দেন সাদুল্যাপুরের আব্দুর রাজ্জাক। নজরুল ইসলামের ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রায় চার লাখ টাকা হাতিয়ে একটি ভুয়া নিয়োগপত্রও দেন প্রতারক রাজ্জাক। পরে নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।

আব্দুর রাজ্জাক জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।