ঢাকা: রাজধানীর বারিধারায় একটি ছয় তলায় ভবনের পাঁচ তলায় ভিট্রা ফার্নিচারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট চেষ্টা চালিয়ে রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এর আগে, আজ বিকেল ৪টা ২৪ মিনিটে বারিধারা জে ব্লকের ৫ নম্বর রোডের ছয় তলা ভবনের ৫ম তলায় ভিট্রা ফার্নিচারে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা (পরিদর্শক) শাজাহান সিকদার বাংলানিউজকে বলেন, বারিধারায় ৬ তলা ভবনের ৫-৬ তলায় ভিট্রা ফার্নিচার অবস্থিত। রোববার বিকেল ৪টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। সেখানে প্রথম ইউনিট পৌঁছায় বিকেল ৪টা ৩০ মিনিটে। ঘটনাস্থলে মোট ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।
এখন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ডাম্পিংয়ের কাজ চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসজেএ/এএটি