ঢাকা: ব্রিটিশ (যুক্তরাজ্য) সংসদের একটি প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। রোববার ( ২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানা গেছে।
টম হান্ট এবং পল ব্রিস্টোর এমপির সমন্বয়ে গঠিত ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলটি কক্সবাজারের কুতুপালং এবং ভাসানচরের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এ সময় তারা রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের রোহিঙ্গা শিবির পরিদর্শনকালে সংসদ সদস্য শামীমা বেগম, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৩ জানুয়ারি, ২০২২
টিআর/এমএমজেড