ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মাদারীপুর: মাদারীপুরে ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান চঞ্চল (২৬) নামে এক মোরটসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-বরিশাল সড়কের সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চঞ্চল মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বাংলালিংক মোবাইল কোম্পানিতে চাকরি করতেন।

জানা যায়, কুয়াকাটা ভ্রমণ শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঢাকার যাত্রাবাড়ি যাচ্ছিলেন চঞ্চল। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গোলচত্বরে এলে বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চঞ্চল ও তার দুই বন্ধু। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপর দুইজনকে জেলা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর হাতপাতালের কর্তব্যরত মেডিক্যাল অফিসার আল-শাহরিয়ার শাকিল বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত আনিসুর রহমান চঞ্চলকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়। তার মরদেহ হাসপাতলের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।