রাঙামাটি: রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের পাঠদানে নতুন পন্থা অবলম্বন করতে হবে।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, কোভিড পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সকল সেক্টরের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হলেও শিক্ষা ক্ষেত্রের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীরা যাতে লেখা-পড়ায় ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে শিক্ষা কর্মকর্তারা ভিন্ন কৌশল সৃষ্টি করবেন।
সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, রাঙামাটিতে সংক্রমণের হার যথেষ্ট বেশি। শীতকালে পর্যটন মৌসুম হওয়ায় পর্যটকদের আসা-যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং স্বাস্থ্যবিধি অনুসরণে অনীহা প্রভৃতি কারণে সংক্রমণের হার বেশি হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খীসা, দিপ্তীময় তালুকদার, অংসুই ছাইন চৌধুরী, সবির কুমার চাকমা, নিউচিং মারমা, হাজী মো. মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
কেএআর