ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
‘শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টিতে কাজ করছে সরকার’

সিলেট: দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নতিতে শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা ভবন উদ্বোধন ও ইমরান আহমদ মহিলা সরকারী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ক্ষণে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বগুণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় আজ জয়বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসাবে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনামুল হক সরদার। সহকারী অধ্যাপক শাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) আব্দুল করিম, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, বিশিষ্ট সমাজসেবী হয়দর আলী, শ্যামল চন্দ্র ঘোষ।

এদিন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের একাডেমিক শিক্ষা ভবন উদ্বোধন ও একাদশ শ্রেণির শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হন মন্ত্রী।

সে অনুষ্ঠানে সহকারী শিক্ষক পাপলু দের উপস্থাপনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সারী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, প্যানেল চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আজিজুল ইসলাম খোকন, শিক্ষানুরাগী সদস্য শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, সদস্য সাইফুল ইসলাম বাবু, নির্মল চন্দ্র দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।