ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
মেঘনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে  বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

লিটন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার জানান, শনিবার (০৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে লিটন বিশ্বাসের নেতৃত্বে একদল মাদক চোরাকারবারি ভারতে মাদক আনতে যান। এসময় ১৫১-৬ (এস) সীমান্ত পিলার সংলগ্ন হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডেন্ট অধিনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হন। আর তার সঙ্গীরা এসময় বাংলাদেশ সীমানায় পালিয়ে আসেন। পরে বিএসএফ লিটন বিশ্বাসের মরদেহ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় সোপর্দ করে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।