ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভাটারায় ভাঙারির দোকানের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
ভাটারায় ভাঙারির দোকানের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় একটি ভাঙারির দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (৬ মার্চ) দুপুর ১টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভাটারার বাশেরট্যাক বালুর মাঠ নয়ানগর এলাকায় সড়কের পাশে একটি ভাঙারির দোকানে আগুন লাগে। পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে।

তিনি বলেন, দোকানের ভেতর থেকে সবাই বের হতে পেরেছে বলে জানতে পেরেছি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এরশাদ হোসেন।

আরও পড়ুন...
ভাটারায় ভাঙারির দোকানে আগুন

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।