ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে পদ্মায় ভাঙন দেখা দেয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২২
জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে পদ্মায় ভাঙন দেখা দেয়

চাঁপাইনবাবগঞ্জ: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে পদ্মা নদীতে ভাঙন দেখা দেয়। এছাড়া আমাদের উজানে ভারতের ফারাক্কা খুবই কাছে, তাই বর্ষার সময় তারা যখন সবকটি গেট খুলে দেয় তখন পানির স্রোতের ধাক্কাটি প্রথম এই এলাকায় লাগে এবং নদী ভাঙন দেখা দেয়।

তাই আমাদের সেইভাবে তৈরি হতে হবে।

এই ভাঙন রোধ যেভাবে প্রতিকার করা যায় সেভাবেই প্রকল্প নেওয়া হয়েছে। এতে করে ভাঙন রোধ করা সম্ভব হবে।

রোববার (৬ মার্চ) দুপুরে পদ্মা নদীর ভাঙন কবলিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোয়ালডুবি দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এখানে একটি প্রকল্প চলমান ছিল তা জলবায়ু পরিবর্তনের কারণে ভেঙে গেছে। সেটি সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী ফারুক জাহিদ মহানন্দা নদীর ওপর নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।