ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
পটুয়াখালীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বসত ঘরে লাগা আগুনে পুড়ে সামিয়া নামে সাত মাস বয়সী একটি কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ওই শিশুর মা চম্পা (৩০) বেগমের শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে।

সোমবার (৭ মার্চ) বিকেলে কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সামিয়া ওই এলাকার রমাজান আলীর মেয়ে।  

পারিবারিক সূত্রে জানা যায়, সামিয়াকে ঘুম পাড়িয়ে তার মা চম্পা বেগম পাশ্ববর্তী বিলের মধ্যে কৃষি কাজে যান। তখন তাদের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিকায় পুড়ে যায় সামিয়া। ভূস্মিভূত হয়ে যায় তাদের বসত ঘর। এসময় তার মা দৌঁড়ে এসে তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন। তাদের ধারণা, ঘরের গ্যাস লাইট ব্লাস্ট হয়ে এ আগুনের সূত্রপাত হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, আগুনের সূত্রপাত অনুসন্ধানে পুলিশ কাজ করছে।  

এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ট্রলি উল্টে আসাদ (২২) নামের এক চালক নিহত হন। সোমবার বিকেল উপজেলা চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামের জসিমের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চালক নিহত হয়েছে বলে নিশ্চিত করেন চরমোন্তাজের ফাঁড়ি পুলিশ। নিহত আসাদ ওই গ্রামের মো. নাসির খানের ছেলে।

স্থানীয়রা জানায়, আসাদ নিজ বাড়িতে দুপুরের খাবার শেষে ট্রলি নিয়ে ইট বোঝাইয়ের উদ্দেশে কাশেম মোল্লার স্লুইসগেট এলাকায় রওনা দেন। পথিমধ্যে জসিমের বাজার এলাকায় ভাঙা বেড়িবাঁধের উপর ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ট্রলি উল্টে আসার নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।