ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
রায়গঞ্জে নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীতে গোসল করতে নেমে শুভ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার চান্দাইকোন ইউনিয়ন পরিষদের পেছনে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ শুভ ওই গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাংলানিউজকে জানান, বিকেলে হোলি উৎসব শেষে কয়েক বন্ধু ফুলজোড় নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রের সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।