ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কল্যাণপুরে বস্তির ৬০-৭০ ঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
কল্যাণপুরে বস্তির ৬০-৭০ ঘর পুড়ে ছাই

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে বস্তিতে লাগা অগ্নিকাণ্ডে ৬০-৭০টি ঝুপরি ঘর পুড়ে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ মার্চ) ৮টা ৫০ মিনিটে কল্যাণপুর ৯ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, আগুনে বস্তির ৬০-৭০টি ঝুপরি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কথা জানিয়েছে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
পিএম/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।