ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মেহেদি হাসান ইমন নামে এক স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যার চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে উপজেলার হুসোরখালী গ্রামে এ কর্মসূচির আয়োজন করেন স্কুলছাত্রের স্বজন ও এলাকাবাসী।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেন।  

এসময় বক্তারা বলেন, গত ১৫ মার্চ রাতে বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে মেহেদি হাসান ইমন নামে এক স্কুলছাত্রকে পুড়িয়ে হত্যার উদ্দেশে তাদের ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ইমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভান। আগুনে ইমনের শরীরের অনেকটা দগ্ধ হয়েছে। এ ঘটনায় দোষীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।