ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

মতিউর রহমানকে রাইজিং সান সম্মাননা প্রদান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
মতিউর রহমানকে রাইজিং সান সম্মাননা প্রদান

ঢাকা: ব্যবসায়ী মতিউর রহমানকে জাপানের ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা প্রদান করা হয়েছে।  

বাংলাদেশ ও জাপান সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

 

সোমবার (২৮ মার্চ ) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম প্রেসিডেন্ট ও উত্তরা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননা হস্তান্তর করা হয়।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি তার কাছে এ সম্মাননা হস্তান্তর করেন।

বাংলাদেশ-জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় ২০২১ সালে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।