ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টিকা নিতে গিয়ে ছুরিকাহত কলেজছাত্র!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
টিকা নিতে গিয়ে ছুরিকাহত কলেজছাত্র! আহত কলেজছাত্র

পাবনা: পাবনায় টিকা কেন্দ্রে বখাটেদের হামলায় রানা হোসেন নামে এক কলেজছাত্র আহত হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রানা উপজেলার চরতারাপুর গ্রামের খলিল মোল্লার ছেলে। সে হেমায়েতপুরে একটি বেসরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সিফাতুল্লাহ বিশ্বাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছিল। এ সময় টিকা নিতে আসা রানার সঙ্গে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই কিশোররা। এ ঘটনার পর বেশ কিছু সময় টিকা কার্যক্রম বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকার জন্য লাইনে দাঁড়ানো নিয়ে কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।