ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাইজদীতে অটোরিকশার ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
মাইজদীতে অটোরিকশার ধাক্কায় মাদরাসাছাত্র নিহত প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালী শহর মাইজদীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সামিউল ইসলাম নাদিম (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে মইজদী হাউজিং সেন্ট্রাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে মাইজদী হাউজিং এলাকার ইকরা মডেল মাদরাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মাদরাসা ছুটির পর দুপুরে বাসায় ফিরছিল নাদিম। পথে ওই এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থা নাদিমকে স্থানীয়রা উদ্ধার পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।