ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাগরিক সেবা পেতে এখন আর শহরে যেতে হয় না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
নাগরিক সেবা পেতে এখন আর শহরে যেতে হয় না

ফেনী: ফেনী-৩ (সোনাগাজী -দাগনভূঞা) আসনের সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। ইউনিয়ন পরিষদে মোবাইল ফোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সকল সেবা দেওয়া হচ্ছে।

আগের মতো নাগরিক সেবার জন্য শহরে যেতে হচ্ছে না।  

বৃহষ্পতিবার (৩১মার্চ) সকালে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, মডেল থানার অফিসার্স ইনচার্জ খালেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক ও এলজিইডির উপজেলা প্রকৌশলী মনির হোসেন।  

মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, ২০১৯-২০ অর্থবছরে এলজিইডির অর্থায়নে প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে আধুনিক এই ইউপি ভবন নির্মাণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এসএইচডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।