ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
ভালুকায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মাটি বোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

নিহতদের মধ্যে ভালুকা উপজেলার পরুরা এলাকার আব্দুল মতিন (৫০) ও একই এলাকার হোসেন আলীর (৪৫) নাম জানা গেছে।
 
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কের ধলিয়া রাংচাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, দুপুরে ধলিয়া রাংচাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ভালুকাগামী একটি ট্রাকের  চাপায় ঘটনাস্থলেই অটোরিকশাটির চালকসহ দু'জন মারা যান। এসময় গুরুতর আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আরও একজন মারা যান।  

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বলেন, হাসপাতালে দু'জনকে আনার পর এক যুবক মারা গেছেন। তার বয়স ১৯ থেকে ২০ বছর হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।