ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিলাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
বিলাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৫ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উল্টে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- তালেম মুনি তঞ্চঙ্গ্যা, সুশীলো তঞ্চঙ্গ্যা, কানংগ তঞ্চঙ্গ্যা, ক্যপতি মারমা এবং রিপন তঞ্চঙ্গ্যা। তবে আহত আরেকজনের নাম জানা যায়নি। আহতরা সবাই তাংকইতাং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে বিস্কুট কোম্পানির পণ্যবাহী একটি চাঁদের গাড়ি উপজেলার ফারুয়া বাজার এলাকা থেকে তাংকইতাং যাচ্ছিল। পথে তাড়াছড়ি বৌদ্ধ বিহারের সুউচ্চ পাহাড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি উল্টে পাহাড়ের নিচে থাকা পথচারীর ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে শীতাংঙ্গ মুনি তঞ্চঙ্গ্যা নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ পথচারী।

ফারুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান তিনি এবং এ ঘটনায় সমবেদনা জানান।

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তির মরদেহটি তাদের স্বজনরা নিয়ে গেছে। যেহেতেু এলাকাটি দুর্গম। তাই মোবাইলফোনের মাধ্যমে সব খবর নিচ্ছি। আহত অন্যরা পার্শ্ববর্তী উপজেলা কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্ট্রান মিশনারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ