ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, পিটিয়ে হত্যা প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইক্কাঘোনা পাহাড়ী এলাকায় মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় মোহাম্মদ ইউনুছ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ইউনুছ ওই এলাকার দিল মোহাম্মদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সন্ধ্যায় মইক্ক্যারঘোনা এলাকার ইউছুপের দোকানের সামনে নুরনব্বী, জকির ও ইউনুছসহ কয়েকজন মিলে মোবাইলে গেম খেলছিল। এক পর্যায়ে গেম খেলা নিয়ে ইউনুছের সঙ্গে অন্যদের তর্কাতর্কির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপর মারামারি। প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ ইউনুছ আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ০৯,২০২২
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ