ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

গজারিয়ায় ট্রলারডুবি: একদিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
গজারিয়ায় ট্রলারডুবি: একদিন পর মিলল নিখোঁজ শিশুর মরদেহ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনার একদিন পরে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জে‌লেরা। এ নিয়ে মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন।

শ‌নিবার (৯ এপ্রিল) দুপুরে দিকে মে‌হে‌ন্দিগ‌ঞ্জের গজা‌রিয়া নদীর মোহনা সংলগ্ন চর বউপুর এলাকা থে‌কে মৃতদেহটি উদ্ধার করা হয়।

চার বছর বয়সী রোহান হাওলাদার মে‌হে‌ন্দিগ‌ঞ্জ উপজেলার মা‌ঝেরচর এলাকার মোন্তাজ হাওলাদা‌রের ছে‌লে।

মে‌হে‌ন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শ‌ফিকুল ইসলাম ব‌লেন, শুক্রবার মা‌ঝিরচর থে‌কে দ‌ড়িরচর খাজু‌রিয়া ইউনিয়‌নে যাওয়ার প‌থে যাত্রীবাহী ট্রলার ডু‌বির ঘটনায় মা ও মে‌য়ের মরদেহ উদ্ধার করা হ‌লেও নি‌খোঁজ ছি‌ল তিনজন। ওই তিনজ‌নের ম‌ধ্যে শ‌নিবার দুপু‌রে ঘটনাস্থল থে‌কে ৭ কি‌লো‌মিটার দূর থে‌কে এক শিশুর মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। জে‌লেরা মরদেহ‌টি উদ্ধার ক‌রে পু‌লি‌শে খবর দেয়। আমা‌দের ফোর্স পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এদিকে ঘটনাস্থল প‌রিদর্শনসহ নিহ‌তের স্বজন‌দের সম‌বেদনা ও সব ধর‌ণের সহ‌যো‌গিতার আশ্বাস দি‌য়ে‌ছেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ।

বাংলা‌দেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ