ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
বাঘাইছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মরদেহ সৎকার করতে গিয়ে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা খেদারমারা ইউনিয়নের পাবলাখালী শশ্মানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে পাবলাখালী এলাকার শশ্মানে দেবি চাকমা নামে এক ব্যক্তির সৎকার করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই যতিশ বিকাশ চাকমার মৃত্যু হয়।

খেদারামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি দুঃখজনক। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।