ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

কক্সবাজার: কক্সবাজার শহরের বাস টার্মিলান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু কালাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু কালাম ঝিলংজা হাজীপাড়া এলাকার বাসিন্দা।
 
নিহতের প্রতিবেশী তারেক আরমান জানান, কালাম একজন জুতা ব্যবসায়ী। রাত ৯টার দিকে কাঁচাবাজার করে ওষুধ কেনার জন্য টমটমে করে বাজারঘাটায় যাচ্ছিলেন। পথে বাস টার্মিনাল এলাকাস্থ নারকেল বাগান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এসময় পথচারীরা এগিয়ে এলে নগদ টাকা নিয়ে পালিয়ে ছিনতাইকারীরা। ছুরিকাহত কালামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে রয়েছে। ছুরিকাঘাত নাকি অন্য কিছুতে নিহত হয়েছে, এ বিষয়ে অনুসন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।