ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মাহবুবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না মাহবুবার মরদেহ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেছে মাহবুবা সুলতানা (২৬) নামে এক পরিক্ষার্থীর।

এতে দু’জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই সিএনজি চালিত অটোরিকশায় ছিলেন।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মাহবুবা সুলতানা উপজেলার দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে। আহত অপরজনের নাম মাহবুবুল আলম। তার ঠিকানা জানা যায়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে  মাহবুবা অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। পথে পানপাড়া বাজার এলাকায় রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে তারা তিনজনই গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবাকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে ঢাকায় পাঠানো হয়।  

তিনি আরও জানান, সিএনজি ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে তার আগেই কাভার্ডভ্যানটির চালক-হেলপার পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।