ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাজশাহী

রেলক্রসিং যেন মরণ ফাঁদ, এবার কাটা পড়ল কিশোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
রেলক্রসিং যেন মরণ ফাঁদ, এবার কাটা পড়ল কিশোর

রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজশাহী জিআরপি (গভর্মেন্ট রেলওয়ে পুলিশ) থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বাংলানিউজকে বলেন, বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। অসাবধানতা বশত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ডিঙ্গাডোবা রেলক্রসিং এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে। অল্প কিছুদিনের ব্যবধানে এই রেলক্রসিং এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে।

গত ১০ এপ্রিল সন্ধ্যায় ইফতারের আগে ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান বেসরকারি সংস্থার কর্মকর্তা ফারুক হোসেন (৪৫)। এর আগে গত বছরের ২৯ নভেম্বর একই রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান গ্রামীণ ব্যাংকের কর্মী ডলি পারভিন (৩৭)।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।