ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রিজের রেলিং ভেঙে ইটবোঝাই ট্রাক সেচ ক্যানেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
ব্রিজের রেলিং ভেঙে ইটবোঝাই ট্রাক সেচ ক্যানেলে রেলিং ভেঙে ইটবোঝাই ট্রাকটি সেচ ক্যানেলে পড়ে যায়

নীলফামারী: নীলফামারীতে ইট বোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে সেচ ক্যানেলে পড়ে গেছে। এখনো খোঁজ মেলেনি ট্রাকের চালক কিংবা সহকারীর।

 

শুক্রবার (২২ এপ্রিল) সকালে সৈয়দপুর থেকে জেলা শহরের প্রবেশ মুখ কালিতলা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

জানা যায়, ঢাকা মেট্রো ট-২০-৪০৮৫ নম্বরের এ ট্রাকটি ছয় হাজার ইট নিয়ে নওগাঁ থেকে পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ যাচ্ছিল। পথে কালিতলা বাস টার্মিনাল এলাকার ব্রিজের পশ্চিম দিকের রেলিং ভেঙে ট্রাকটি তিস্তা সেচ ক্যানেলে পড়ে যায়।  

ইটের মালিক মোতাহার হোসেন জানান, ওই গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করে নওগাঁ থেকে ছয় হাজার ইট নেওয়াচ্ছিলাম। সকালে দুর্ঘটনার খবর পাই। দুপুরের ট্রাকটি ওঠানো হয় ক্যানেল থেকে।  

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, ট্রাকের চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। দুপুরের পর ট্রাকটি ক্যানেল থেকে উদ্ধার করা হয়। কেউ আহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। চালকের তন্দ্রাভাবের কারণে এমনটি হয়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।