ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় বৈশাখের প্রথম বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
খুলনায় বৈশাখের প্রথম বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া

খুলনা: তীব্র তাপদাহের পর অবশেষে খুলনায় বৃষ্টি নেমেছে। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।

যেন কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের মাঝে শীতলতার পরশ বুলিয়ে দিলো বৈশাখের ঝড়ো বৃষ্টি।

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খুলনায় বৈশাখী ঝড় শুরু হয়। কিছুক্ষণ হালকা ও মাঝারি ঝড়ো বাতাসের পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছিল আকাশে।

পবিত্র রমজান মাসে রোজাদারদের বেশ বেগ পোহাতে হয়েছে গরমে। গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে নাভিশ্বাস চরমে ছিল খুলনাবাসীর। হঠাৎ বৃষ্টিতে সেই হাঁসফাঁস থেকে স্বস্তি মিলেছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, খুলনায় বৈশাখের প্রথম কালবৈশাখী ঝড় হয়েছে। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বৃষ্টি হবে। ৯টার পর ৬-৯টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হবে। ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এমআরএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।