ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফেসবুকে পরীক্ষার প্রশ্ন সরবরাহের প্রলোভন, যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ফেসবুকে পরীক্ষার প্রশ্ন সরবরাহের প্রলোভন, যুবক গ্রেফতার

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেডিক্যাল, ডেন্টালসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে শাহীন আলম নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

শুক্রবার (২২ এপ্রিল) যাত্রাবাড়ীর মাতুয়াইল শরীফপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।

সিটি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সহকারী কমিশনার (এসি) অমিত কুমার দাশ জানান, অনলাইনে রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেডিক্যাল, ডেন্টাল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের একটি চক্রের সন্ধান পাওয়া যায়। যারা BD Job Circular সহ আরও কয়েকটি ফেইক আইডিতে এসব পোস্ট করতো। এক পর্যায়ে ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে যাত্রাবাড়ীর মাতুয়াইল শরীফপাড়া এলাকা থেকে শাহীন আলম নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহীনকে রমনা মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।