ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ে, গ্রেফতার বর-কাজীসহ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
বাল্যবিয়ে, গ্রেফতার বর-কাজীসহ ৫

পটুয়াখালী: বাল্যবিয়ের আয়োজন করার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বর, কাজী ও ঘটকসহ পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতারদের শনিবার (২৩ এপ্রিল) দুপুরে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

গ্রেফতাররা হলেন- একই উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে বর সজিব ফরাজি (২৫), রাঙ্গাবালী সদর ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মো. সুলতানুর রহমান (৫৬), জাল জন্ম নিবন্ধন প্রস্তুতকারক কম্পিউটারের দোকানি আবুল হোসেন ফরাজি (৩২), কনের চাচা মো. মাসুম আকন (৪২) ও ঘটক কাঞ্চন আলী (৫৫)।
  
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২২ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) সুলতানুর রহমানের কার্যালয়ে সজিব ফরাজীর সঙ্গে সদর ইউনিয়নের উত্তরীপাড়া গ্রামের এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়া সময় সেখানে অভিযান চালায় পুলিশ। সে সময় বাল্যবিয়ের কাজে জড়িত ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।  

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ানা জগলুল হাসান বাংলানিউজকে জানান, গ্রেফতার পাঁচজনের নামে বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।