ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বেপরোয়া ড্রাইভিংয়ে একাধিক দুর্ঘটনা: নিহত ২, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ৩, ২০২২
বেপরোয়া ড্রাইভিংয়ে একাধিক দুর্ঘটনা: নিহত ২, আহত ২০

সিরাজগঞ্জ: ঈদের দিনে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভিংয়ে সিরাজগঞ্জে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মহিষলুটি, ৬টার দিকে একই মহাসড়কের সলঙ্গা থানাধীন রামারচর, সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী, বিকেল সাড়ে ৫টার দিকে একই সড়কের বরইচড়া এবং বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।   

দুর্ঘটনায় নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২)।  

আহতদের মধ্যে তাড়াশ উপজেলার রাকিব হোসেন (১৭), রনি আহমেদ (১৬), উজ্জ্বল (১৯), শহিদুল ইসলাম (১৮), গোলাম হোসেন (১৪), রায়হান আলী (৪০), জিম আহমেদ (১৮), রাকিব হোসেন (২৫) ও রায়গঞ্জের ভুঁইয়াগাতী গ্রামের রবিউল ইসলাম (৩৪)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এছাড়াও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আরও অন্তত ৭/৮ জন ভর্তি রয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মেহেদী নামের এক তরুণ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে গুল্টা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তরুণের মৃত্যু হয়।  

তিনি বলেন, বিভিন্ন সড়কে আমাদের টহল অব্যাহত রয়েছে। এসব দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে।  

অপরদিকে হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি ৭ নম্বর ব্রিজ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলচাপায় শাকিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও সলঙ্গার রামারচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।  

সদর উপজেলার বনবাড়িয়া এলাকাবাসী জানায়, ফাঁকা সড়কে দ্রুতগতিতে চালাতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এক মোটরসাইকেলে তিনজন অপরটিতে দুজন আরোহী ছিল। দুর্ঘটনায় পাঁচজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর শেখ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।