ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাটোরে ট্রাক উল্টে ধানকাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মে ৮, ২০২২
নাটোরে ট্রাক উল্টে ধানকাটা শ্রমিক নিহত

নাটোর: নাটোরে ধান ও শ্রমিকসহ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. আল আমিন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (০৭ মে) সন্ধ্যার দিকে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আহসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ধান কেটে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা।  

পথে নাটোর সদর উপজেলার রাজশাহী-নাটোর মহাসড়কের তোকিয়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা ২৫ জন শ্রমিকের মধ্যে সবাই বের হয়ে আসতে পারলেও আল আমিন ট্রাকটির নিচে চাপা পড়ে। পরে পবা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।  

পবা হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মোফাক্কারুল ইসলাম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ০৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ