ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ১২, ২০২২
টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির ধাক্কায় মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) সকালে মহাসড়কের চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন মিয়া নিশ্চিত করেছেন।

জাহিদুল আরোহী টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

জাহিদুল ইসলামের খালাতো ভাই হাবিবুর রহমান জানান, জাহিদুল এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেনের কাজ দেখাশোনা করতেন। সকালে বগুড়া থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এসআই মো. লিটন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।