ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ১২, ২০২২
ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রাকের চাপায় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাবিবুর রহমান (৩৬) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার নাজিমখান-রাজারহাট সড়কের নাজিমখান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাবিবুর রহমান কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অপসোনিন ফার্মাসিউটিক্যালস ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নীলফামারী জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিক্রয় প্রতিনিধি হাবিবুর ওষুধ কোম্পানির কাজে মোটরসাইকেল যোগে নাজিমখান বাজার থেকে রাজারহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। রাজারহাটগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার বাংলানিউজকে জানান, রাজারহাট-নাজিমখান সড়কের নাজিমখান বাজারের কাছে একটি ওষুধ কোম্পানির বিক্রিয় প্রতিনিধি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলে মারা যান।

ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন বলেও জানান ওসি রাজু সরকার।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ১২, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।