ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

খাগড়াছড়ি: মহামানব বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ লাভসহ ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়িতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মে) সকালে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রাটি উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শোভাযাত্রার উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) বাসন্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রুপনা চাকমা, বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ মিত্র বড়ুয়া।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে য়ংড বৌদ্ধ বিহারে সকালে শত শত বৌদ্ধ ধর্মালম্বী চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের লোকজন য়ংড বিহারে বিশ্বশান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করে। বিহারে  প্রদীপ প্রজ্জ্বলন শেষে মঙ্গল শোভাযাত্রটি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় য়ংড বৌদ্ধ বিহারে এসে শেষ হয়।

গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ—এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।