ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

মহেশপুরে গণকবরের সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
মহেশপুরে গণকবরের সন্ধান

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদ খননের সময় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে।  

গ্রামবাসীরা জানান, কপোতাক্ষ নদের খননের সময় উপজেলা শহরের পাশে ব্রিজের নিচে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসী।

পরে স্থানীয়রা খুলি ও হাড়গুলো গুছিয়ে রেখেছে সেখানে।

স্থানীয় মুরব্বীদের বরাত দিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প ছিল। হানাদার সেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করতো। পরে তাদের গণকবর দিত। এটিই তার একটি গণকবরের অংশ বলে তাদের ধারণা।

মহেশপুর পৌর কমান্ডার বীর মুক্তিযুদ্ধা কাজী আব্দুস ছাত্তার বাংলানিউজকে জানান, অনেক দিন ধরে নদ খননের কাজ হচ্ছে। খননের সময় এখানে বেশ কিছু মাথার খুলি ও হাড় পওয়া যায়। পরে সেখানে গিয়ে মাথার খুলি ও হাড় দেখেছি। এগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।