ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
গাজীপুরে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে সাইদুর রহমান তনু (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত সাইদুর নাটোরের বিরামপুর উপজেলার গোপালপুর এলাকার মো. সাজ্জাদুর রহমানের ছেলে।

রোববার (১৫ মে) দুপুরে সাইদুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, জৈনা বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো সাইদুর। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা একটি কারখানায় চাকরি করে। রোববার বেলা ১১টার দিকে সাইদুর একটি পুকুরে সাঁতার শিখতে যায়। এক পর্যায়ে সে কলাগাছে ভর করে পুকুরের মাঝখানে চলে যায়। এ সময় হঠাৎ কলাগাছ পিছলে দুরে সরে গেলে সে পুকুরে ডুবে যায়। পরে দুপুরে জাল ফেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদুরকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।