ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ভারতে অনুপ্রবেশের সময় এনএসআইয়ের ভুয়া সদস্য আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
ভারতে অনুপ্রবেশের সময় এনএসআইয়ের ভুয়া সদস্য আটক আরিফুল ইসলাম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় আরিফুল ইসলাম (৩২) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (১৫ মে) দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

 আটক আরিফুল মাগুরা জেলার বয়ালিদহা গ্রামের আবু জাহিদের ছেলে।

এনএসআই বেনাপোল শাখার কর্মরত সহকারী পরিচালক (এডি) ফরহাদ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ইমিগ্রেশনের মধ্যে এক ব্যক্তি নিজেকে এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছেন— এমন গোপন তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় সেখান থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি আসলে ভুয়া পরিচয়ধারী। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, আটক আরিফুলের নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।