ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাটির নিচে পুঁতে রাখা গাঁজা জব্দ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ১৫, ২০২২
বগুড়ায় মাটির নিচে পুঁতে রাখা গাঁজা জব্দ, গ্রেফতার ২

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মাটির নিচে পুঁতে রাখা নয় কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (১৫ মে) বিকেলে বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরখুকশিয়া গ্রামের জগত জামালের ছেলে আব্দুল জলিল (২২) ও মৃত কোরবান আলীর ছেলে আবু বক্কর (৪০)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে ধনুটের চরখুকশিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় একটি সড়ক থেকে গ্রেফতার জলিল ও বক্কের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মুরগির ঘরের ভেতর থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় প্লাস্টিকের ড্রাম থেকে আরও সাত কেজি গাঁজা জব্দ করা হয়।  

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, আটক দুজন পেশাদার মাদকবিক্রেতা। তাদের নামে এর আগেও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।