ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ারসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
আড়াইহাজারে ১১২ ক্যান বিয়ারসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১১২ ক্যান  বিয়ারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রামের শাহীন পাগলার মাজার এলাকা থেকে বিয়ারসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাল্লা দক্ষিণপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে মাহবুব আলম শিপন (২০) ও একই এলাকার হারুন অর রশিদের ছেলে লাবিব (১৯)।

এ ঘটনায় রোববার (১৫ মে) আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাবেল মাহমুদ বাদী হয়ে তাদের নামে মাদক আইনে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬১ হাজার ৬শ টাকা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, গ্রেফকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিয়ার সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১৫, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।