বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আরাফাত হোসেন রাজিব (২৮) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ মে) দুপুরে উজিরপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃতের ভাই সাকিবুর রহমান জানান, শুক্রবার (১৭ মে) সকালে রাজিব ও তার স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এরপর বিকেলে রাজিবের স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যান। আর রাজিবও অভিমান করে বাড়িতেই থেকে যান। রাতে খাবার খেয়ে ঘুমাতে যান রাজিব। এরপর শনিবার সকাল পর্যন্ত তার আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে রাজিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান মিলন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
অভিমান করেই রাজিব আত্মহত্যা করেছেন বলে দাবি সাকিবুরের।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
এমএস/আরবি