ঢাকা, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুলিয়ারচরে ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ৩০, ২০২২
কুলিয়ারচরে ব্যবসায়ী খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রতিপক্ষের হামলায় সুমন মিয়া নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।  

সোমবার (৩০ মে) দুপুরে কুলিয়ারচর বাজারে এ ঘটনা ঘটে।

 

নিহত সুমন মিয়া উপজেলার গাইলকাটা গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মে) রাতে জুতা কেনার ঘটনাকে কেন্দ্র করে কুলিয়ারচর বাজারে রবিন ও মনিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনার রেশ ধরে সোমবার (৩০ মে) দুপুরে কুলিয়ারচর বাজারে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে ৮-১০টি দোকান ও ঢাকাগামী তৃষা বাস কাউন্টারে থাকা কয়েকটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়। এতে দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন।  

তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে সুমন মিয়াকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।