ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে জেলি মিশ্রিত ৩৩ মণ চিংড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
চাঁদপুরে জেলি মিশ্রিত ৩৩ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় দুইটি ট্রাক থেকে বিষাক্ত জেলি মিশ্রিত ১ হাজার ৩৫০ কেজি (৩৩ মণ) চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১০ জুন) ভোরে এসব চিংড়ি জব্দ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বাংলানিউজকে জানান, হরিণাঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় দুইটি ট্রাকে তল্লাশি করে জেলি মিশ্রিত ওই পরিমাণ চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি দুপুরের দিকে জেলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।
 
নৌ পথের নিরাপত্তা ও সব ধরনের চোরাচালনা রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।