ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশে এক ব্যক্তির ভাঙা গ্লাসের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জুন) রাত ১১টার দিকে মুক্ত মঞ্চের পাশে ঘটনাটি ঘটে। আহতরা হলেন- আই আই আর তৃতীয় বর্ষের ছাত্র সুজন (২৩), এবং ট্যুরিজম এন্ড হসপপিটাল ম্যানেজমেন্টের ২য় বর্ষের ছাত্র অমিত হাসান(২২)।
আহত অমিত হাসান জানান, সুজন ও সে সূর্যসেন হলের আবাসিক ছাত্র। সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে অনুষ্ঠান ছিল। সেখান থেকে হলের দিকে ফিরছিলেন তারা। হঠাৎ এক যুবক তাকে গালিগালাজ করেন। এবং তার হাতে থাকা ভাঙা গ্লাস দিয়ে অমিতকে আঘাত করেন। পরে সুজন এগিয়ে আসলে তার বুকে আঘাত করেন।
অমিত আরো জানান, ওই যুবকের বড় বড় দাড়ি ও চুল আছে। দেখতে পাগলের মতো। এর আগে কখনো এলাকায় দেখা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, অমিতের হাতে ও শরীরের কয়েক জায়গায় আঘাত আছে। সুজনের বুকে আঘাত লেগেছে। তার অবস্থা গুরুতর।
বাংলাদেশ সময় ০১৩৯ঘণ্টা, জুন ২৬, ২০২২
এজেডএস/ইআর