ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ৩ দিনের ফল-কৃষি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
নেত্রকোনায় ৩ দিনের ফল-কৃষি মেলার উদ্বোধন

নেত্রকোনা: ‘বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে’- এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় তিন দিনের ফল ও কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ মেলার উদ্বোধন করেন।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান সিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার, মৎস্য কর্মকর্তা শাহজাহান কবীর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।